নিজস্ব প্রতিবেদক:
হজ যাত্রীদের হজে যাওয়ার জন্য হাতে সময় আছে আর মাত্র ৫ দিন। এই সীমিত সময়ের মধ্যে সবাইকে হজে নেওয়া সম্ভবনা বলে জানিয়েছে হজ অফিস। তারা জানিয়েছেন, এই ৫ দিনে যে কয়টি ফ্লাইট আছে তাতে ভিসা সম্পন্ন হওয়ার পরও ৪ হাজার হজ যাত্রী হজ করতে যেতে পারবেন না। আমরা তাদের নিয়ে শঙ্কায় আছি।
সোমবার দুপুরে হজ অফিস এ সকল তথ্য জানান। হজ অফিস জানায়, এ পর্যন্ত হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৮৮ হাজার ২০৯ জন। ভিসা পেয়েও এখনো হজে যেতে পারেননি ৩৭ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে ৪ হাজার হজযাত্রী ফ্লইট পাবে না। তাদের নিয়ে আমরা শঙ্কায় আছি।
দৈনিক দেশজনতা /এমএইচ