২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৫

অবশেষে শ্যামলীতে ‘রাজনীতি’

বিনোদন ডেস্ক:

অবশেষে শ্যামলী সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে বুলবুল বিশ্বাসের আলোচিত সিনেমা ‘রাজনীতি’। এক সপ্তাহ আগে ঘোষণা দিয়েও ঢাকার অন্যতম প্রেক্ষাগৃহটি সিনেমাটি প্রদর্শন না করায় বিতর্কে পড়ে। ‘রাজনীতি’তে অভিনয় করেছেন শাকিব খান, আনিসুর রহমান মিলন, অপু বিশ্বাস, আলীরাজ, সাবেরী আলমসহ অনেকেই। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি যৌথ প্রযোজনার চাপে ব্লকবাস্টার সিনেমাস ছাড়া ঢাকায় উল্লেখযোগ্য কোনো হল পায়নি। দর্শক চাহিদার কারণে পরবর্তীতে রাজধানীর বিভিন্ন হলে পরে মুক্তি পায়। নির্মাতা বুলবুল বিশ্বাসই জানালেন শ্যামলীতে মুক্তির খবর। তিনি সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও করেন। এর আগে হল কর্তৃপক্ষ জানিয়েছিল ১১ আগস্ট থেকে ‘রাজনীতি’ প্রদর্শিত হবে। কিন্তু শুক্রবার অনেকেই ছবিটি দেখতে গিয়ে জানতে পারেন ‘নবাব’ চলছে। এ নিয়ে দারুণ ক্ষেপে যান বুলবুল বিশ্বাস। ফেসবুক লাইভে এসে প্রদর্শনীতে অসহযোগিতার অভিযোগে সিনেমা থেকে বিদায় নেওয়ার কথাও বলেন। ওই সময় ‘নবাব’-এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার এক বিবৃতিতে জানানো হয়, ‘রাজনীতি’ সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ