১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

নওগাঁয় ট্রাক উল্টে খাদে, নিহত ৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে অন্তত ৬ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজি-গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ওসি আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঁশ বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশগুলো উদ্ধার করেছে। আর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। ওসি আনিসুর রহমান আরও জানান, হতাহতরা সবাই শ্রমিক। ট্রাকের নিচে আরও কেউ চাপা পড়েছে কি না তার সন্ধান চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১০:২০ পূর্বাহ্ণ