২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৯

‘বাবুমশাই বন্দুকবাজ’ অবশেষে মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক:

ছবিটিকে ঘিরে দানা বেঁধেছিল হাজারো বিতর্ক। সাবেক সেন্সর বোর্ড (সিবিএফসি) প্রধান পহেলাজ নিহলানি ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর মোট ৪৮টি দৃশ্যে কাঁচি চালাতে নির্দেশ দিয়েছিলেন। তার বিরোধিতা করে ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনাল (এফক্যাট)-এ আবেদন করেছিলেন ছবির প্রযোজক। নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘বাবুমশাই বন্দুকবাজ’ শেষ পর্যন্ত ছাড়পত্র পেয়েছে বলে আনন্দবাজারের খবরে বলা হয়। এদিকে, ছবির পরিচালক কুশন নন্দী এই খবর টুইট করেছেন। ছবির পরিচালক কুশন নন্দী ধন্যবাদ জানিয়েছেন ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-কে। বেশকিছু দৃশ্যে গালিগালাজ থাকাতে তীব্র আপত্তি জানিয়েছিলেন তদানীন্তন সেন্সর বোর্ড প্রধান পহেলাজ নিহলানি। তাতে নওয়াজ জবাব দিয়েছিলেন, ‘ছবির প্রয়োজনেই ওই সব দৃশ্যে গালিগালাজ রয়েছে।’ পরবর্তীতে এফ ক্যাট আটটি দৃশ্যে কাঁচি চালিয়ে ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিতে রাজি হয়ে যায়। ‘বাবুমশাই বন্দুকবাজ’কে ছাড়পত্র দেওয়ার পর বেশ খুশি নওয়াজউদ্দিন সিদ্দিকী। টুইটারে নওয়াজ লিখেছেন, ‘বাবুমশাই বন্দুকবাজ-কে ছাড়পত্র দেওয়ার জন্য এফক্যাট-কে ধন্যবাদ।’ আগামী ২৫ আগস্ট স্কুশন নন্দী পরিচালিত এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী, বিদিতা বাগ অভিনীত ‘বাবুমশাই বন্দুকবাজ’ মুক্তি পাবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ