স্পোর্টস ডেস্ক:
দলবদলের নীতি বিরোধী হল বড় অঙ্কের টাকার টোপ ফেলে খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে ক্লাব ছাড়তে প্ররোচিত করা। সরাসরি খেলোয়াড়ের সঙ্গে কথা বলাই নিষেধ। কথা হবে ক্লাবের সঙ্গে ক্লাবের, সঙ্গে থাকবে খেলোয়াড়ের এজেন্ট। সেখানে সরাসরি পছন্দের খেলোয়াড়কে তার দল ছাড়তে উসকানি দেওয়া দলবদলের চেতনার সঙ্গে একদমই যায় না। কিন্তু ক্লাবগুলো তলেতলে সব সময়ই এই অপকৌশলের আশ্রয় নিছে আসছে। তবে এবার বার্সেলোনা যেন দলবদলের সবচেয়ে কুৎসিত এই পন্থাটাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়! এবারের দলবদলের মৌসুমের শুরুতেই বার্সেলোনা মাঠে নামে নোংরা এই কৌশল নিয়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বসেরা ক্লাবটি নিজেদের সেই কুৎসিত পরিকল্পনায় আরও বেশী উজ্জীবিত! এ পর্যন্ত যে কয়জন খেলোয়াড়ের দিকে হাত বাড়িয়েছে বার্সেলোনা, প্রত্যেকের ক্ষেত্রেই এই অপ-পন্থায় হেঁটেছে তারা! মার্কো ভেরাত্তি, থিও হার্নান্দেজ, ড্যানি ক্যাবালোস, পওলিনহো, ফিলিপে কুতিনহো, উসমানে ডেম্বেলে-এঁদের প্রত্যেককেই নিজ ক্লাব ছাড়তে ব্যক্তিগতভাবে প্ররোচিত, উসকানি দিয়েছে বার্সেলোনা! কুতিনহো ও ডেম্বেলেকে দলে টানতে বার্সেলোনা কুৎসিত এই পন্থায় আরও বেশী আক্রমণাত্মক! ভালো মানের একজন মিডফিল্ডারকে দলে ভেড়ানোর আশায় মৌসুমের শুরুতেই বার্সেলোনা ঝাপিয়ে পড়ে পিএসজির মার্কো ভেরাত্তির উপর। ২৬ বছর বয়সী ইতালিয়ান মিডফিল্ডারের জন্য ১০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও পাঠায় বার্সা। কিন্তু তাতেও কাজ হচ্ছে না দেখে বার্সা তলেতলে ভেরাত্তিকে পিএসজির উপর চাপ সৃষ্টি করতে প্ররোচিত করে। উসকানি দেওয়ার সেই কাজে কাতালন ক্লাবটি এতোটাই সফল যে, ভেরাত্তি বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য নিজের ক্লাব পিএসজির বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে বসেন! প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে পিএসজির হয়ে অনুশীলন করবেন না বলেও ঘোষণা দেন ভেরাত্তি।
বার্সেলোনা একই কাণ্ড করেছে পওলিনহো, থিও হার্নান্দেজ, ড্যানি ক্যাবালোসদের ক্ষেত্রেও। উসকানির পর উসকানি দিয়ে কুতিনহো ও ডেম্বেলের তো মাথাটাই খারাপ করে দিয়েছে বার্সেলোনা। কুতিনহোর ক্লাব লিভারপুল দুদুবার প্রত্যাখ্যান করেছে বার্সার প্রস্তাব। লিভারপুল স্পষ্ট জানিয়ে দেয়, ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিছুতেই বিক্রি করবে না তারা। ফরাসি উইঙ্গার ডেম্বেলের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ডেম্বেলেকে ধরে রাখতে অনড়। কিন্তু বার্সার উসকানিতে দুজনেই নিজ নিজ ক্লাব ছাড়তে মরিয়া। ক্লাবের সঙ্গে শুরু করে দিয়েছেন যুদ্ধ। তারা ক্লাবের উপর চাপ সৃষ্টি করতে অনুশীলন বয়কট পর্যন্ত করছেন ! একদিন খেলবেন বার্সেলোনায় কুতিনহোর সেই ছোটবেলা থেকেই স্বপ্ন। এই দুর্বলতাটাকে কাজে লাগাতে বার্সা নাকি কুতিনহোকে এমনও বলে দিয়েছে, বার্সেলোনায় আসতে হলে এই মৌসুমেই আসতে হবে। এর পর আর তাকে দলে টানা হবে না! কিন্তু কুৎসিত এই পন্থায় হেঁটেও বার্সেলোনা এখনো পর্যন্ত সাফল্যের দেখা তেমন পায়নি। তারা এখন পর্যন্ত একমাত্র চীনা ক্লাব গুয়াংঝু এভারগ্রান্ডে থেকে অফফর্মের ২৯ বছর বয়সী পওলিনহোকেই দলে ভেড়াতে সক্ষম হয়েছে। ভেরাত্তিকে ঠিকই ধরে রাখতে সক্ষম হয়েছে পিএসিজ। বার্সাকে হতাশ করে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে থিও হার্নান্দেজ এবং রিয়াল বেটিস থেকে ড্যানি ক্যাবালোস-দুজনকেই রিয়াল মাদ্রিদ দলে ভিড়িয়েছে! পক্ষান্তরে বার্সাকে হারাতে হয়েছে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারকে। ভেরাত্তি কাণ্ডের প্রতিশোধ নিয়েই নেইমারের উপর ঝাপিয়ে পড়ে পিএসিজ। ঠিক বার্সা যে কায়দায় ভেরাত্তিকে দলে ভেড়াতে চেয়েছিল, সেই কৌশলেই নেইমারকে বাগিয়ে নিয়েছে পিএসজি। নিজেদের কৌশলের কারণে বার্সেলোনা মুখ ফুটে কিছুই বলতে পারেনি!
শেষ পর্যন্ত খবর, কুতিনহো ও ডেম্বেলের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। বার্সার অপ-কৌশলের কাছে হারই নাকি মানতে হচ্ছে লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ডকে। ফুটবল বোদ্ধাদের অভিমত, চুক্তিটা হলে একটা ঝালেমা মিটে যাবে। কিন্তু যদি শেষ পর্যন্ত চুক্তিটা না হয়? বার্সার উসকানিতে বিদ্রোহ করে নিজ নিজ ক্লাবের সঙ্গে সম্পর্কের যে ফাটল সৃষ্টি করেছেন ২৫ বছর বয়সী কুতিনহো ও তরুণ ডেম্বেলে, তা কি সহজেই জোড়া লাগবে? কুতিনহো-ডেম্বেলে কী সবকিছু ভুলে আবার নিজেদের মানিতে নিতে পারবেন? জবাব জানার আশা সবার।
দৈনিকদেশজনতা/ আই সি