বিনোদন ডেস্ক:
প্রত্যাশা মতোই বক্স অফিসে অক্ষয় কুমার আর ভূমি অভিনীত ছবি ‘টয়লেট: এক প্রেম কথা দাপট দেখাল ‘। শুক্রবার মুক্তি পাওয়ার পর শ্রী নারায়ণ সিং পরিচালিত ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’এই পর্যন্ত দেশেই ৮০ কোটির ওপরে ব্যবসা করে ফেলেছে। বিদেশে এখনও পর্যন্ত ১৫ কোটির ব্যবসা করেছে এই বলিউড ছবি। অর্থাৎ এখনই ৯৫ কোটিতে এই ছবির ব্যবসা। ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া যে এখন কেবল সময়ের অপেক্ষা সে বিষয়েও কোনও সন্দেহ নেই।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, মুক্তির প্রথম দিনেই ১৩.২ কোটি টাকার ব্যবসা দিয়ে নিজের যাত্রা শুরু করে অক্ষয় কুমার আর ভূমি অভিনীত ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’। এই ছবি শনিবার ১৭.১০ কোটি, রোববার ২১.২৫ কোটি, প্রথম তিন দিনেই ৫০ কোটির ওপরে ব্যবসা করেছে। ছবির কলা-কুশলীদের আশা এই সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকবে ‘টয়লেট: এক প্রেম কথা’।
উল্লেখ্য, ছবির সাফল্যে উচ্ছ্বসিত অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্নাও। ‘বক্স অফিসের জন্য টয়লেটের (অক্ষয় কুমার আর ভূমি অভিনীত ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’) দরকার ছিল’, টুইট টুইঙ্কেলের।
দৈনিকদেশজনতা/ আই সি