১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

মাছ ধরার জালেই মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে সমুদ্রে হারিয়ে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ১৩তম ব্যাচের শিক্ষার্থী নকীব মোহাম্মদ খাব্বাবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সীতাকুণ্ড উপকূলে স্থানীয় জেলেদের জালে নকীবের মৃতদেহ পাওয়া যায় বলে জানান চুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. জিএম সাদিকুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই মাইল উত্তরে সমুদ্রে জেলেদের জালে নকিবের মৃতদেহ পাওয়া গেছে। জেলেরা স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে লাশ হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে বেড়াতে গিয়ে নৌকা থেকে সমুদ্রের পানিতে পড়ে যাওয়া দুই বান্ধবীকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন নকীব।

ঘটনার পর থেকে নৌবাহিনীর দুটি টিম, ফায়ার বিগ্রেডের একাধিক দল ও স্থানীয় জেলেরা সমুদ্রে তল্লাশি চালায়। তল্লাশি কাজে সহায়তা করার জন্য নৌবাহিনীর জাহাজ বিএনএস অপরাজেয়কে ঘটনাস্থলে পাঠানো হয়।

চুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. জিএম সাদিকুল ইসলাম জানান, সমুদ্র দেখার জন্য নকীব ও তার কয়েকজন সহপাঠি সীতাকুণ্ডের মুরাদপুরে সমুদ্র সৈকতে আসে। তারা একটি নৌকায় করে সমুদ্রে ঘুরে বেড়ায়। এরই এক পর্যায়ে নৌকায় থাকা ছাত্রী সমুদ্রে পড়ে যায়। নকীব তাদের ধরতে গেলে নিজেও পড়ে যায় সমুদ্রে। দুই ছাত্রীকে নৌকায় থাকা অন্যরা উদ্ধার করতে সক্ষম হলেও নকীবকে আর পাওয়া যায়নি।

তিনি আরো জানান, গতকাল বিকাল ও আজ বুধবার সকালে সমুদ্রে তল্লালি চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। নৌবাহিনী সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর দ্রুতগামী উদ্ধার যান নিয়ে বিশেষ বাহিনীকে সীতাকুণ্ডের মুরাদপুর এলাকায় পাঠানো হয়। বুধবার সকালে ঘটনাস্থলে যায় বিএনএস অপরাজেয়। নকীব আহমদ খাব্বারের বাড়ী কুমিল্লার বরুড়া উপজেলায়।

এদিকে, নকীব নিখোঁজ হওয়ার খবর পেয়ে মঙ্গলবার বিকালে ঢাকা ও বরুড়া থেকে তার নিকটত্মীয়রা ঘটনাস্থলে আসেন। মঙ্গলবার রাত থেকেই তারা সীতাকুণ্ডের মুরাদপুর এলাকার ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল থেকে নকিবের খালু মোহাম্মদ হান্নান জানান, জেলেরা নকীবকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। তার মৃতদেহ শনাক্ত করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ