১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক:

বন্যাকবলিত এলাকায় দলের কেন্দ্রীয় নেতাদের যাওয়ার নির্দেশ দেয়ার একদিন পর টুইট বার্তায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় খালেদা জিয়া বলেন, ‘বন্যার্তদের সাহায্যের জন্য দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় আমরা বসে থাকতে পারি না, আসুন বিএনপির নেতাকর্মীরাসহ সবাই এখনি এগিয়ে আসি।’

গত কয়েক দিন ধরে উত্তর ও পূর্বাঞ্চলে বন্যার কারণে, বিশেষ করে যমুনার পানি ইতিহাসের সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। গত এপ্রিলে হাওর এলাকা ও সিলেট অঞ্চলে এবং পরে জুনে সিলেট অঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলে আরেক দফা বন্যা হয়। আর গত এক সপ্তাহ ধরে উত্তরাঞ্চল ও সিলেটে আবার বন্যা পরিস্থিতির তৈরি হয়। বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে বা উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে। পথঘাট ডুবে যাওয়ায় বা রেল লাইন ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন জনপদ। এবারের বন্যায় প্রায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

খালেদা জিয়া ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকার কেন্দ্রীয় নেতাদের ঢাকায় বসে মনিটরিং না করে স্বশরীরে এলাকায় গিয়ে ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। দলের কেন্দ্র থেকে সংশ্লিষ্ট নেতাদের চেয়ারপারসনের নির্দেশের কথা জানানো হয়েছে বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ