১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

নেশা’ সরাতে নোটিশ

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী কুসুম সিকদার ও খালেদ হোসাইন সুজনের খোলামেলা উপস্থিতির ‘নেশা’ নামক মিউজিক ভিডিও ইউটিউব থেকে সরাতে নোটিশ দেওয়া হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব বঙ্গবিডি নামক প্রতিষ্ঠানকে ই-মেইল, ডাক ও কুরিয়ারের মাধ্যমে এ নোটিশ পাঠান। এতে তিনি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভিডিওটি সরানোর দাবি জানিয়েছেন। বিটিআরসির চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও তথ্য সচিবকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী রাগিব। নোটিশে বলা হয়েছে, নেশা ভিডিওটি শুরুই হয়েছ ‘চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারাদেহে তোমার নেশা, তোমায় পান করে… জ্ঞান হারাই, হই মাতাল’- এমন উত্তেজক কথার আবৃত্তি দিয়ে। ‘তারপর একের পর এক আপত্তিকর যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য। ভিডিওটিতে পাঁচটি গোসলের দৃশ্য, ৭টি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যাদৃশ্য ও ৩টি চুম্বনের দৃশ্য রয়েছে। গানের কথার সঙ্গে এসব দৃশ্যের কোনো মিল বা সংযোগ নেই। নিতান্তই গানকে দ্রুত জনপ্রিয় করার সস্তা রাস্তা হিসেবে ওই সব দৃশ্য সংযোজন করা হয়েছে। এমনকি ভিডিওটির কভার ছবিও অত্যন্ত অশ্লীল এবং আপত্তিকর। এমন ধরনের অশ্লীল ভিডিও তৈরি প্রকাশনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং পর্নগ্রাফি আইন, ২০১২ এর ৮ ধারামতে দণ্ডনীয় অপরাধ। নোটিশে বিটিআরসির চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও তথ্য সচিবকে ৭২ ঘণ্টার মধ্যে ইউটিউব থেকে ভিডিওটি সরানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে ইউটিউব ও অনলাইনে মিউজিক ভিডিওর নামে শরীর সর্বস্ব ও অশ্লীল ভিডিও তৈরি ও প্রকাশনা মনিটরিং, রোধ ও বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং আগামী এক মাসের মধ্যে বর্তমানে অনলাইনে বিদ্যমান অশ্লীল ভিডিওগুলো সরানোর অনুরোধ করা হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন নোটিশকারী আইনজীবী রাগিব। প্রসঙ্গগত, গত ৩ আগস্ট বঙ্গবিডি নামক ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই ভিডিওটি নিয়ে বিভিন্ন মহল আপত্তি জানাতে থাকে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ৪:৫৯ অপরাহ্ণ