আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, দেশে ফিরে ক্ষমতা গ্রহণের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাজ্যে দীর্ঘদিন চিকিৎসা করার পর দেশে ফিরতে তিনি ডাক্তারের পরামর্শের অপেক্ষায় রয়েছেন। নাইজেরিয়ায় না ফেরায় এরই মধ্যে তার ক্ষমতায় থাকা নিয়ে দেশটিতে সন্দেহের সৃষ্টি হয়েছে। কারও কারও প্রশ্ন, দেশ পরিচালনার মতো শারীরিক সুস্থতা তার আছে কিনা! ২০১৭ সালের শুরুর দিকেই মুহাম্মাদু বুহারি যুক্তরাজ্যে চলে আসেন। নাইজেরিয়ার তুলনায় সেখানেই তিনি বেশি সময় কাটিয়েছেন। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পুরোপুরি সুস্থ না হওয়ায় চলতি বছর দ্বিতীয়বারের মতো ছুটিতে যান নাইজেরিয়ার প্রেসিডেন্ট। তবে কোন্ ধরনের অসুখে তিনি ভুগছেন তা প্রকাশ করা হচ্ছে না। সম্প্রতি দেশে ফেরার বিষয়ে মুহাম্মাদু বুহারি বলেন, ‘আমি বোধ করছি যে দেশে ফিরতে পারব। কিন্তু ডাক্তার আমার দায়িত্বভার নিয়েছেন। বাধ্য করার চাইতে আমি এখন আদেশ মান্য করা শিখেছি।’ এবারও অসুখের ধরন সম্পর্কে মুখ না খুললেও জানিয়েছেন, এখন তার স্বাস্থ্যের অসাধারণ উন্নতি হয়েছে। ২০১৬ সালের জুনে চিকিৎসার জন্য প্রথম লন্ডনে যান মুহাম্মাদু বুহারি। সেই সময় প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছিল, কানে ইনফেকশনের কারণে তিনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন। এর আগে ২০১৫ সালের দিকে বিরোধীদলগুলো দাবি করেছিল, বুহারির ক্যান্সার হয়েছে। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন বুহারি।
নাইজেরিয়ায় না থাকলেও তিনি দেশের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছেন। দেশ ত্যাগের আগে উপ-রাষ্ট্রপতি ইয়েমি ওসিনবাজো’কে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে আসেন বুহারি।
দৈনিকদেশজনতা/এন এইচ