নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়ে আড়াই গুণ হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে। দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৭২ লাখ টাকা। এর আগের কার্যদিবসে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ২০ লাখ টাকা। এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমলেও সাধারণ মূল্য সূচক বেড়েছে ১৯.৭৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়ে আড়াই গুণ হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে। দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৭২ লাখ টাকা। এর আগের কার্যদিবসে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ২০ লাখ টাকা। এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমলেও সাধারণ মূল্য সূচক বেড়েছে ১৯.৭৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ১৯৭টির ও দর অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ২৫ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৬৪২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ৭৭৭ কোটি ৯১ লাখ টাকা।
দিনশেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৯.৭৮ পয়েন্ট বেড়ে ৫৯২১.৫৯ পয়েন্টে স্থিতি পায়। এসময় শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস কমেছে ৩.১৪ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক বেড়েছে ০.৩১ পয়েন্ট।
লেনদেন শেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের নতুন তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস। এসময় কোম্পানিটির ৩৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল আইএফআইসি ব্যাংক। এ কোম্পানিটির ২৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভারে তৃতীয় অবস্থানে ছিল ফরচুন সুজ।
টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটোস, সিএনএ টেক্সটাইল, প্রাইম ব্যাংক, রূপালী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ১৫২টির ও দর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের। সিংহভাগ কোম্পানির দর পতন অব্যাহত থাকলেও সোস্যাল ইসলামী ব্যাংকের দাপটে লেনদেনে দিনশেষে সিএসই’র লেনদেন বেড়ছে আড়াই গুন। দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৮৫ লাখ টাকা। এসময় সিএসই’র সাধারণ মূল্য সূচক বেড়েছে ৪৩.৭৬ পয়েন্ট।
দৈনিকদেশজনতা/এন এইচ