১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

কারিনাই ‘পারফেক্ট’ মধুবালা

বিনোদন ডেস্ক:

মধুর ব্রিজ চাইছেন, কারিনা কাপুর খানই তার বোনের চরিত্রে অভিনয় করুক। কারিনার মধ্যে অভিনেত্রীর পাশাপাশি যে ‘দুষ্টু মিষ্টি’ বিষয়টি রয়েছে, তা মধুবালার মধ্যেও ছিল। আর সেই কারণেই মধুবালার চরিত্রে কারিনা কাপুর খানকেই বর্তমানে পছন্দ মধুর ব্রিজের। ভাবছেন, মধুর ব্রিজ কে? মধুর ব্রিজ হলেন মধুবালার ছোট বোন। দিল্লিতে মাদাম তুসোর মিউজিয়ামে যে মধুবালার মোমের মূর্তি রয়েছে, মধুর তার উদ্বোধন করেন। আর সেখানে গিয়েই তিনি বোনের চরিত্রে অভিনয়ের জন্য কারিনার নাম বলেন।

মধুর বলেন, ‘মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য এক সময় মাধুরী দিক্ষীতকেই পছন্দ ছিল। কিন্তু এখন সময় বদলেছে। তাই মাধুরী দীক্ষিত নয়, মধুবালার চরিত্রের জন্য পছন্দ কারিনা কাপুর খানকেই।’ ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, যদিও মধুবালার চরিত্রে পছন্দের বিষয়ে কারিনা কাপুর খান কোনো মন্তব্য করেননি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ