২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৭

কয়েক ঘণ্টার ব্যবধানে দাদি-নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দাদির শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাপের কামড়ে মৃত্যু হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শিশু সুপ্রভা মণ্ডলের (১২)। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুপ্রভা মণ্ডল উপজেলার বিষ্ণুপুর গ্রামের শচ্চীদানন্দ মণ্ডলের মেয়ে। সে শ্যামনগর উপজেলার নকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

শ্যামনগর সরকারি মহসিন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শচ্চীদানন্দ মণ্ডল জানান, পেশাগত কারণে তিনি দীর্ঘদিন শ্যামনগরে বসবাস করছেন। অসুস্থা বাবা অশ্বিনী কুমার মণ্ডল ও মা ভারতী মণ্ডলকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সপরিবারে তিনি বিষ্ণুপুর বাড়িতে আসেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ভারতী রানী মণ্ডলকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় বাঁশতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তারা বাড়িতে চলে আসেন। রাতে তার সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিল মেয়ে সুপ্রভা। হঠাৎ রাত ২টার দিকে সুপ্রভা পেটে ব্যথা করছে বলে তাকে জানায়। কিছুক্ষণ পরে তার দম নিতে কষ্ট হচ্ছে ও গলা দিয়ে লালা আসছে বলে ইশারা করে। বিষয়টি বুঝে ওঠার আগেই সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে শরীরের লক্ষণ বুঝে তারা জানতে পারেন যে সুপ্রভাবে সাপে কামড়িয়েছে। সকাল ৮টার দিকে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সুপ্রভার লাশ বাড়িতে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে হাজারো মানুষ ভিড় জমায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ