১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

রাখি স্পেশাল: তারকা ভাই-বোন

বিনোদন ডেস্ক:

ফারহা খান ও সাজিদ খান। বলিউডের বিখ্যাত দুই পরিচালক। কিন্তু আসল জীবনে ভাই-বোন। সাজিদের থেকে ফারহা পাঁচ বছরের বড়।

বিখ্যাত বলিউড তারকা জিতেন্দ্রর ছেলে-মেয়ে তুষার ও একতা। তুষার কাপুর অভিনেতা। বোন একতা একাধারে পরিচালক, অন্য দিকে বালাজি ফিল্মস প্রযোজনা সংস্থার কর্ণধার।

পতৌদি পরিবারের দুই সন্তান। অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী সোহা আলী খান আট বছরের ছোট বড়।

জাভেদ আখতারের দুই ছেলে-মেয়ে। ফারহান আখতার ও জোয়া আখতার দু’জনেই বলিউডের পরিচালক। ফারহান গান ও অভিনয়ও করেন।

বলিউডের রাজবংশের চতুর্থ প্রজন্মের তিন তারকা। কারিনা ও কারিশমার চাচাতো ভাই রণবীর। ঋদ্ধিমা রণবীরের আপন বড় বোন।

পারফেক্ট ভাই ও বোন। অমিতাভ-জয়ার দুই ছেলে মেয়ে। অভিষেক অভিনয়ে এলেও শ্বেতা চিরকালই অভিনয় জগত থেকে দূরে। শ্বেতা বহু দিন সাংবাদিকতা করেছেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ