২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

স্টুডিও থিয়েটারে ‘মহাজনের নাও’

বিনোদন ডেস্ক:

শাহ আবদুল করিমের জীবনভিত্তিক নাটকমহাজনের নাও সাধক, গীতিকবি গায়কের তত্ত্ব কথা জীবনদর্শন নিয়ে নাটকটি রচনা করেন শাকুর মজিদ নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী সুবচন নাট্য সংসদের ৩৩তম প্রযোজনামহাজনের নাও সোমবার সোয়া ৭টায় অনুষ্ঠিত হবে ১০৯তম প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকে দেখা যায় করিম রাখাল বালক, গরুর পাল নিয়ে ছুটে চলে গ্রামের মেঠোপথে, দোতারা হাতে নদীর তীরে হাঁটতে হাঁটতে গান বাঁধে তার গানে থাকে ভাটির কথা, অনাহারী কৃষকের কথা উজানধরের মসজিদের ইমাম বাউল করিমকে গানবাজনার অপরাধে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চান আকবর, রুহি, বনেশসহ অনেকে মুর্শিদ মেনে করিমের শিষ্য হতে চায় দিনে দিনে তার খ্যাতি ছড়িয়ে পড়ে পরিণত বয়সে এসে করিমের ভাবনার উদয় হয় কোন এক মহাজনের কাছ থেকে ধার করা নৌকা, যে নৌকার মালিক তিনি নন, চালিয়ে নেওয়াটাই ছিল শুধু তার দায়িত্বমহাজনের নাও’- অভিনয় করেন আহম্মেদ গিয়াস, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, আনসার আলী, সোনিয়া হাসান সুবর্ণা, ইমরান হোসেন, ইমতিয়াজ, সোহেল, রাসেল, তানভীর প্রমুখ

২০১০ সালের ১৮ জুনমহাজনের নাওমঞ্চে আনে সুবচন নাট্য সংসদ। এরপর দেশেবিদেশে নাটকটির প্রদর্শনী হয়

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১২:৫১ অপরাহ্ণ