১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে অবৈধভাবে ছাঁটাইয়ের অভিযোগ এনে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছেন পোশাক শ্রমিকরা। তারা মিরপুরে ১ এর মেরিডিয়ান গার্মেন্টসের শ্রমিক। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার।

বিক্ষুব্ধ শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মেরিডিয়ান গার্মেন্টসের কিছু শ্রমিককে কয়েক দিন আগে মালিকপক্ষ ছাঁটাই করেছিল। সোমবার সকালে ওই কারখানার শ্রমিকরা গিয়ে দেখেন কারখানা ৯ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ওই কারখানা মিরপুর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ারও কথা শুনা যাচ্ছে। শ্রমিকদের বেতন দিতেও বিলম্বের অভিযোগ রয়েছে।

সব মিলিয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মিরপুর-১ নম্বর এলাকায় কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনের সড়কে নেমে হঠাৎ যানবাহন ভাঙচুর ও চিড়িয়াখানা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই শ্রমিকরা বিজিএমইএ ভবনের দিকে রওনা হয়েছেন বলেও জানান এসআই আকলিমা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১২:৫১ অপরাহ্ণ