১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

নিউইয়র্কে বাংলাদেশি গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

নিউইয়র্কে নাদিয়া আফরোজ সুমি(৩২)  নামে এক বাংলাদেশি গৃহবধূ আত্মহত্যা করেছেন। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের কাছে ইস্ট এলেমহার্স্টে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খুলনা সমিতির সভাপতি আসাদুল ইসলাম আসাদ বলেন, নাদিয়া আফরোজ সুমির স্বামী মাহফুজুর রহমান প্রায় দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বর্তমানে তিনি ফ্লাশিংয়ের একটি রিহ্যাব সেন্টারে রয়েছেন। সুমির পরিবারে স্বামীই ছিলেন একমাত্র উপার্জনকারী ব্যক্তি। স্বামীর অসুস্থতায় ৫ বছরের ছেলেকে নিয়ে সঙ্কটে ছিলেন সুমি। পারিবারিক অশান্তি এবং সংসারের টানাপোড়েনের কারণে সোমবার রাত ১০টার দিকে সুমি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি জানান, সুমির লাশ আগামী ৮ আগস্ট বাংলাদেশে পাঠানো হবে। তার গ্রামের বাড়ি ঢাকার খিলগাওয়ে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ