১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

প্রিয়াঙ্কা প্রস্তুতি নিচ্ছেন কোয়ান্টিকো মাতাতে

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে এখন দেশের সিনেমার থেকে বিদেশের ছবিতেই বেশি দেখা যাচ্ছে। ইতোমধ্যেই হলিউডের দুটি ছবি সই করেছেন। তার পাশাপাশি জনপ্রিয় আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’-র থার্ড সিরিজ শুরু হতে চলেছে। এ সিরিজের  প্রিয়াঙ্কাকে দেখা যাবে প্রধান চরিত্র অ্যালেক্স পারিশের চরিত্রে । আপাতত তার পরবর্তী হলিউডি ছবি ‘ইজ নট ইট রোমান্টিক?’ এর শুটিং পুরোদমে চলছে। তবে ‘কোয়ান্টিকো’-র শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আর প্রিয়াঙ্কা তারই প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ সিরিজে প্রচুর হার্ড অ্যাকশন সিকুয়েন্স থাকতে চলেছে। সেই কারণে তিনি একটু আগে থেকেই প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন। তবে এসবের আগে তার ছবির শুটিং শেষ করবেন।

ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, প্রিয়াঙ্কা কোয়ান্টিকোর এই সিরিজে অ্যাকশন দৃশ্য শুট করতে কোনো রকম বডি ডাবলের সাহায্য নেবেন না। অন্যান্য সিরিজের থেকে এ সিরিজে অ্যাকশনের ওপর একটু বেশিই জোর দেওয়া হচ্ছে। সে সব সিকুয়েন্সের জন্য এই অভিনেত্রী স্পেশাল ট্রেনিং নেবেন । তিনি ক্যালিফোর্নিয়ার এক স্টান্ট কোরিওগ্রাফারের কাছেই প্রশিক্ষণ নেবেন। শিখবেন রাইফেল ও বন্দুক চালানো। এমনকী এরিয়াল স্টান্টের স্পেশাল ট্রেনিংও নেবেন। এ সিরিজের কিছু দৃশ্যে অনেকক্ষণ দৌড়ানোর বা ধাওয়া করার সিকুয়েন্স থাকবে, তাই প্রিয়াঙ্কা তার দৌড়ের গতিবেগ কী কী উপায়ে বাড়ানো যায়, সে বিষয়েও নজর দিতে চলেছেন। যেহেতু বডি ডাবল নেবেন না, তাই সব দায় দায়িত্ব এখন তার কাঁধে। প্রিয়াঙ্কা এ বিষয়ে একটুও ঘাটতি রাখতে চান না ।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১১:০১ পূর্বাহ্ণ