১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

জাতিসংঘের কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কড়া সমালোচনা করেছে। দেশটি এই ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে অনাগ্রহ প্রকাশ করেছে কোনো ধরনের আলোচনা বসতে । ট্রাম্প প্রশাসন মনে করে, উত্তর কোরিয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকের কোনো মূল্য নেই। কেন না ওই বৈঠক থেকে কোনো কার্যকর ফলাফল মিলবে না। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হেলির বরাত দিয়ে বিবিসি সোমবার এ খবর দিয়েছে।

রোববার এক বিবৃতিতে তিনি জানান, ‘এ ধরনের বৈঠক থেকে যে বার্তা উত্তর কোরিয়ার কাছে যাবে তা হচ্ছে, চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বনেতারা ইচ্ছুক নন।’ নিকি হেলি বলেন, ‘এর আগেও বিশ্বনেতারা বার্তা দিয়েছিল উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে । পিয়ংইয়ং তা বিদ্রুপের সঙ্গেই উড়িয়ে দিয়েছে।’ তিনি চীনের প্রতি আহ্বান জানান উত্তর কোরিয়ার স্পর্ধার লাগাম টানতে । তিনি বলেন, ‘আলোচনার পালা শেষ! চীনকে এখন সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নেবে কিনা?’ গত শুক্রবার উত্তর কোরিয়া দ্বিতীয় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এরপর দেশটির নেতা কিম জং উন ঘোষণা দেন, এখন থেকে ইচ্ছে করলেই গোটা যুক্তরাষ্ট্রে তারা হামলা চালাতে সক্ষম।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১০:৪৮ পূর্বাহ্ণ