১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

পাকিস্তানে গ্যাস পাইপের সাথে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পশ্চিমে খাইবার অঞ্চলে একটি গাড়ি রাস্তার পাশে গ্যাস পাইপলাইনের সাথে ধাক্কা খেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটে ১৬ জন যাত্রীর। রবিবারে পাকতুনওয়ায় এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গ্যাসপাইপ লাইনে ধাক্কা মারে। এরপর গাড়িটিতে প্রচণ্ড বিস্ফোরণ হওয়ার পর আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গাড়িটি  রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গ্যাসের পাইপলাইনে গিয়ে সোজা ধাক্কা মারে। পুলিশ কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যাত্রীদের দেহ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। ডিএনএ টেস্টের প্রয়োজন হবে নিহতদের পরিচয় শনাক্তকরণের জন্য ।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত মাসে পাকিস্তানে একটি দুর্ঘটনায় তেলের ট্যাঙ্কার উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃত্যু ঘটে ২০০ জনেরও বেশি মানুষের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১১:১০ পূর্বাহ্ণ