২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪০

সিরিয়ায় স্বায়ত্তশাসিত সরকার নির্বাচনের ঘোষণা কুর্দিদের

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার গৃহযুদ্ধে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন স্থানীয় পরিষদের এবং আঞ্চলিক প্রশাসনিক নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনীর (এসডিএফ) দখলে নেয়া সিরিয়ার উত্তরাঞ্চলের বিশাল অঞ্চল যেটি পশ্চিম কুর্দিস্তান নামে পরিচিত, এখন কুর্দিরাই এটা নিয়ন্ত্রণ করছে।

রয়টার্স সূত্রে জানা যায়, নভেম্বরে স্থানীয় সম্প্রদায়গুলো নিয়ে স্থানীয় নির্বাচন করবে কুর্দিরা, এরপর জানুয়ারিতে পুরো অঞ্চল নিয়ে করা হবে নিজেদের প্রাদেশিক নেতৃত্ব নির্বাচন । সিরিয়ায় ছয় বছরের গৃহযুদ্ধের শুরুতে কুর্দি গোষ্ঠী স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য চুক্তি করেছে সরকারের সাথে । এতে তারা দামেস্ক থেকে আলাদা হতে স্বাধীনতা চায় না বলে জানিয়েছে।

সিরিয়ায় কুর্দিদের স্বায়ত্তশাসিত সরকারকে তুরস্কের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে দেশটি শঙ্কা প্রকাশ করছে দক্ষিণ সীমান্তে কুর্দি রাজনৈতিক গোষ্ঠী নিয়ে । সিরিয়ায় কুর্দিদের প্রাদেশিক সরকার নির্বাচনের ফলে তুরস্কের সীমান্তবর্তী কুর্দিরাও একই ধরণের সিদ্ধান্তের জন্য চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, কুর্দি গেরিলারা তুরস্কের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ৩০ বছরেরও বেশি ধরে ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১১:২০ পূর্বাহ্ণ