১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানে স্ত্রীসহ মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে দ্বারা মাদক বাণিজ্যের সাথে অভিযুক্ত ফিলিপাইনের এক মেয়র তার স্ত্রীসহ পুলিশের এক অভিযানের গুলিতে নিহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে । জানা গেছে, নিহত রেইনাল্ডো পারোজিনগ মিন্দানো দ্বীপের ওজামিজ শহরের মেয়র। এক পুলিশি অভিযানে তার স্ত্রীসহ পুলিশের গুলিতে আরো ১০ জন নিহত হয় ।

কর্মকর্তারা জানান, মেয়রের নিরাপত্তা কর্মীরা পুলিশ গ্রেফতারি পরোয়ানা নিয়ে গেলে তাদেরকে প্রবেশ করতে দেয়নি। এ সময় তাদের প্রতি গুলি করা হয়। এরপরে পুলিশ অভিযানে গেলে এ নিহতের ঘটনা ঘটে। তবে সেখানে কোন ধরণের গুলি বিনিময়ের কথা অস্বীকার করেছেন মেয়রের একজন মুখমাত্র। তিনি জানান, মেয়রের ক্যাম্প থেকে কোন ধরণের গুলি করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়ে থাকে, ২০১৩ সালের জুলাই মাসে রুদ্রিগো দুতার্তে মাদক ব্যবসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর এ পর্যন্ত হত্যা করা হয়েছে ৭ হাজার লোককে।  মাদক ব্যবসার জড়িত থাকায় পারোজিনগসহ এ নিয়ে ৩ জন মেয়রকে হত্যা করা হয়েছে। প্রেসিডেন্ট দুতার্তে এক বছর আগে এক নির্বাচনী প্রচারণা মাদক ব্যবসা ধ্বংস করার উদ্দেশ্যে মাদক এর সাথে জড়িত  হত্যা করা হবে ১০ হাজার জনকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ