১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

ওভাল টেস্টে ইংল্যান্ড জয় দেখছে

স্পোর্টস ডেস্ক:

ওভাল টেস্টে স্বাগতিক ইংল্যান্ড দাপট ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। রোববার চতুর্থ দিন শেষে জয়ের পাল্লা হেলে আছে তাদের দিকেই। দক্ষিণ আফ্রিকা ৪৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  ৪ উইকেটে ১১৭ রান নিয়ে দিন শেষ করেছে। টেস্ট বাঁচাতে হলে প্রোটিয়াদের সোমবার কঠিন পথ পাড়ি দিতে হবে। জয়ের জন্য এখনো ৩৭৫ রান প্রয়োজন । টেস্ট ড্র করতে হলেও ব্যাটসম্যানদের দুর্গম বাধা ভিঙিয়ে উইকেটে পড়ে থাকতে হবে। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ডের চাই ৬ উইকেট।

আগের দিনের রোববার ইংল্যান্ড চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ১ উইকেটে ৭৪ রান নিয়ে । তারা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৩১৩ রান তুলে। বেয়ারস্টো সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া জেনিংস ৪৮, ওয়েস্টলি ৫৯ ও জো রুট ৫০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশব মহারাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৩ রান করেছিল। বিপরীতে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৫ রানেই। সফরকারী দক্ষিণ আফ্রিকা ৪৯২ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা মাত্র ৫২ রানে ৪ উইকেট হারায়। সেখান থেকে ডিন এলগার দলের বিপর্যয় এড়াতে লড়ছেন। তিনি অপরাজিত আছেন ৭২ রানে। সোমবার অপরাজিত ১৬ রানে  থাকা টেম্বা বাভুমাকে নিয়ে এলগার শুরু করবেন পঞ্চম দিনের খেলা। ইংল্যান্ড বোলারদের মধ্যে বেন স্টোকস নিয়েছেন সর্বোচ্চ ২ উইকেট ।

চার টেস্টের সিরিজের ইংল্যান্ড প্রথমটি জিতেছিল ২১১ রানে। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা জয় পায় ৩৪০ রানে। ওভালে যে দল জিতবে তারাই এগিয়ে যাবে ।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১২:০২ অপরাহ্ণ