১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

শাহরুখের প্রশংসায় আনুশকা

বিনোদন ডেস্ক:

দু’জনে মিলে এর আগে দুটো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। একটি ‘রব নে বনাদি জোড়ি’ এবং অন্যটি ‘যব তক হ্যায় জান’। ইমতিয়াজ আলির ‘যব হ্যারি মেট সেজালে’ ছবিতে শাহরুখ খান এবং আনুশকা শর্মাকে ফের একবার পর্দায় দেখা যাবে । ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, এ ছবি মুক্তির তারিখ যত এগিয়ে আসছে, ততই আগ্রহ বাড়ছে সিনেমাপ্রেমীদের মধ্যে । শাহরুখের সঙ্গে আনুশকা শর্মা অভিনয় করে মুগ্ধ । তিনি বলেন, ‘শাহরুখ খান এমন অভিনেতা যে, তার সামনে একটা মাইক থাকলেও ও এমনভাবে তাকাবে যেন, ওই মাইকটিই বিশ্বের সব থেকে সেরা সুন্দরী।’ আনুশকার কাছ থেকে এমন প্রশংসা পাওয়ার পর বলিউডের বাদশা পাল্টা প্রশংসা করতেও ছাড়েননি । শাহরুখ আনুশকাকে বলেছেন, ‘হ্যাঁ, ওই মাইকটা তুমি ধরে থাকলে আমি যতক্ষণ খুশি তাকিয়ে থাকতে পারব।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ১০:৪৮ পূর্বাহ্ণ