স্পোর্টস ডেস্ক:
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে এল ক্লাসিকোর ৪৮ ঘণ্টা আগে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বার্সেলোনা শিবির । সতীর্থ বেনফিকা থেকে কিনে আনা পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদোর সঙ্গে নেইমার সংঘর্ষে জড়ালেন । শুক্রবার মিয়ামিতে রিয়াল বধের মহড়ায় সেমেদোর কড়া ট্যাকলে ক্ষুব্ধতার দিকে ব্রাজিলীয় তারকা তেড়ে যান। তারা কোচ আর্নেস্তো ভালভার্দের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন । হাভিয়ের মাসচেরানো ও সার্জিও বুসকেটস নেইমারকে কোনো মতে সামলান । কিন্তু তাতেও ব্রাজিলীয় তারকার ক্ষোভ কমেনি। ‘বিপ’ খুলে ছুড়ে ফেলে দেন এখানেই শেষ নয়। সাইড লাইনের ধারে সাজিয়ে রাখা দুটো বলে লাথি মেরে মাঠ ছেড়ে বেরিয়ে যান, যা ভিডিওতে দেখা গেছে। এই ঘটনার পর ফুটবল বিশ্ব উত্তাল হয়ে ওঠে । টুইটারে ফুটবলপ্রেমীরা নেইমারকে কটাক্ষ শুরু করে দেন। সেই সঙ্গে জল্পনা শুরু হয়, তা হলে কি নেইমার বার্সা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ?
তবে এ ঘটনার পর যে অস্বস্তি বেড়েই চলেছে বার্সা শিবিরে । সতীর্থরা পিএসজিতে যাওয়া নিয়ে নেইমারকে নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। মিড-ফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা সাফ বলেছেন, নেইমারকেই ট্রান্সফার জল্পনার ইতি টানা উচিত, স্পষ্ট করা উচিত সে যাবে কিনা? রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা সবাই চাই সে বার্সাতে থাকুক। কিন্তু আমরা এও চাই, যে অস্বস্তি চলছে, তার দ্রুত অবসান হোক।’ ইনিয়েস্তা যোগ করেন ‘তবে নেইমার যেখানে সুযোগ-সুবিধা নিজের মতো পাবে , সেখানে গেলে প্রত্যেক সতীর্থই আমরা তাকে সমর্থন দিব’,। এ সময় নেইমারের আরেক সতীর্থ উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলেছেন, ‘আমি আশা করছি, নেইমার দীর্ঘ সময়ের জন্য বার্সাতে থাকবে। সেটি হলে আমরা সবাই তাকে সাধুবাদ জানাব।’ তিনি নেইমারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘দলে তার অবদানকে কখনো ২০০/৩০০ মিলিয়ন ডলার দিয়ে বিবেচনা করা যাবে না। আমি চাই আমার প্রিয় বন্ধু ও সেরা খেলোয়াড়টি এখানেই থাক।’
এছাড়া নেইমারের সাবেক বার্সা সতীর্থ কার্লোস পুয়েলও ট্রান্সফার নিয়ে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বল নেইমারে কোর্টে। সুতরাং তারই সবকিছু স্পষ্ট করে বলা উচিত।’ বার্সার সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘আমি ঠিক জানি না, নেইমারকে নিয়ে কী হতে যাচ্ছে? সে কি চাই তা পরিষ্কার করে বলা উচিত।’
দৈনিকদেশজনতা/ আই সি