১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

ওভালে দাপটে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত ওভারের পুরোটা হতে পারেনি। সারা দিনে খেলা হয়েছিল ৫৯ ওভার। তাতে টস জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড ৪ উইকেটে ১৭১ রান তুলেছিল। তবে ম্যাচের দ্বিতীয় দিনটা স্বাগতিক ইংল্যান্ড শুধুই নিজেদের করে নিয়েছে।  তারা প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৫৩ রান সংগ্রহ করেছে। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমত ধুকছে। দিন শেষে ১২৬ রান করতেই তারা হারিয়েছে ৮ উইকেট। প্রোটিয়ারা প্রথম ইনিংসে এখনো ২২৭ রানে পিছিয়ে ।

এদিন অভিষিক্ত ইংলিশ পেসার রোনাল্ড জোনস দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বিপক্ষে আগুন ঝড়িয়েছেন। তার ৪ উইকেট নেওয়ার দিনে উইকেটে সফরকারী ব্যাটসম্যানরা হাঁসফাঁস করেছে। রোনাল্ড জোনসের বলে টপ অর্ডারের চার জন বাটসম্যানই ফিরেছেন । ২৯ বছর বয়সী জোনসের বলে ডিন এলগার, কুন, হাশিম আমলা, কুইন্টজোন ডি কক সবাই পরাস্ত । ৬১ রানে ৭ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে বাভুমা ও কাগিসো রাবাদা লজ্জার হাত থেকে উদ্ধার করেছেন । তারা অস্টম উইকেটে ৫৩ রান যোগ করেন । রাবাদা আউট হয়েছেন ৩০ রান করে। তবে বাভুমা অপরাজিত আছেন ৩৪ রান করে।
এর আগে ইংল্যান্ড ইনিংসে বেন স্টোকস সেঞ্চুরি তুলে নেন । তার ব্যাট থেকে আসে ১১২ রান। তবে আগের দিন ৮২ রানে অপরাজিত থাকা অ্যালিস্টার কুক সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি আগের দিনের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করে ৮৮ করে ফিরেছেন । দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন মরকেল ও রাবাদা । ফিল্যান্ডার ২ উইকেটনিয়েছেন ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ