১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

ফতুল্লায় নব্য জেএমবি গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্যাদি, জঙ্গবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।র‌্যাবের এ কর্মকর্তা জানান দুপুর ১২টায় র‌্যাব ১১ নারায়ণগঞ্জ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ১০:২১ পূর্বাহ্ণ