১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

একতরফা নির্বাচন করতে দেয়া হবে না : মওদুদ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপিকে দাবিয়ে রেখে ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন আর করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার মওদুদ আহমেদের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রামের বাড়িতে দলের তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

দেশে আজ গণতন্ত্র নেই উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপিকে ঘরোয়া রাজনীতি করতে দেয়া হচ্ছে না। দেশের ৯৫ ভাগ জায়গায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান করতে বাধা দেয়া হয়েছে। তবে এরপরেও বিএনপি মাঠে থাকবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

এর আগে পৌর হলে সদস্য সংগ্রহ অভিযানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও প্রশাসনিক অনুমোদন না থাকায় সেখানে তাদের সভা করতে দেয়নি পুলিশ।

তিনি বলেন, এই সরকারের জনপ্রিয়তা নেই। আমরা জনগণের কাছে যাই তারা সেটি পছন্দ করছে না। আমাদের যে জনগণ পছন্দ করে তারা সেটি মেনে নিতে পারছে না। এর সমুচিত জবাব আগামী নির্বাচনে দেয়া হবে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২৮, ২০১৭ ৯:১৭ অপরাহ্ণ