১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

রামগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আগতদের উপর হামলা,আহত ১০

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন আগতদের উপর বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হানুবাইশ টাওয়ারের সামনে করপাড়া ইউপির বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু,যুবদল কর্মী মোঃ মহসীন,আজিজুর রহমান,সাকিল আহম্মেদ,ছাত্রদলের সভাপতি মোঃ রকি,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন,কর্মী লোকমান হোসেন,দেলোয়ার হোসেন সহ ১০জন নেতাকর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ৮টি মোবাইল,নগদ ২২হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের রামগঞ্জ শহরের প্রান্তিক জেনারেল হাসপালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানায়, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ এর ভাদুরস্থ বাস ভবনে বৃহস্পতিবার বিকেলে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহবুবর রহমান বাহার ভিপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সেক্রেটারী মোঃ সাহাবউদ্দিন সাবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ বেপারী,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাছিবুর রহমান,রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ,পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লা,সদস্য সচিব মোঃ মিয়া আলমগীর,উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশ,সাধারন সম্পাদক কবির হোসেন কানন,শ্রমিক দলের সভাপতি আবদুল লতিফ,ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান,কলেজ শাখার যুগ্ন আহবায়ক রায়হান হোসেন প্রমূখ। বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দ অনুষ্ঠানে আসার পথে ছাত্রলীগ-যুবলীগ ব্যারিকেট দিয়ে বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর করে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২৮, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ