১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ!

আন্তর্জাতিক ডেস্ক:

নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। দেশটিতে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এ সিদ্ধান্ত নিয়েছে বলে ইন্ডিয়া টুডে, দ্য হিন্দুসহ ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।

শুক্রবার দেশটির সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ শরীফ।

নওয়াজ শরীফ সরে দাঁড়ালেও তার দল পিএমএল-এন সংসদে এখন সংখ্যাগরিষ্ঠ। তাই দল মনোনীত প্রার্থীই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

পদ ছাড়লেও ক্ষমতাসীন পিএমএল-এন দলটির প্রধান নওয়াজ শরীফ তার উত্তরসূরী বাছাইয়ে ভূমিকা পালন করতে পারেন।

অবশ্য পাকিস্তানের সংবাদ মাধ্যমে আগেই আভাস দেয়া হয়েছিলো, নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ হতে পারেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।শাহবাজের হাতে ক্ষমতার রশি থাকলে শরীফ পরিবার নিরাপদ বোধ করবে বলেও মন্তব্য করা হয় পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ২৮, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ