১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ছক্কা হাঁকাচ্ছেন ‘ভালবাসার শহর’

বিনোদন ডেস্ক:

ইন্দ্রনীল রায় চৌধুরীর ক্ষেত্রে অন্তত প্রবাদটা মিলে যায় ১৬ আনা। ‘ফড়িং’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি। তখনই বুঝিয়ে দিয়েছিলেন অন্য ধারার গল্প বুনতে ভালবাসেন। সেই ছাপ রেখেছেন তার দ্বিতীয় ছবি ‘ভালবাসার শহর’-এও।তবে এবার ছক ভেঙেছেন ইন্দ্রনীল। বদলে ফেলেছেন ধরণ। এবার আরও সাহসী তিনি। মাত্র এক সপ্তাহে তার ছবি ‘ভালবাসার শহর’ ‘ইউটিউব’ ও ‘ভিমিও’-র মাধ্যমে দর্শকদের মন ছুঁয়েছে। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?ইন্দ্রনীল বললেন, ‘আমি ভেবেছিলাম দর্শক ধৈর্য হারিয়ে ফেলবেন। বিরক্ত হবেন বলে ভয় পেয়েছিলাম। কিন্তু তা একেবারেই নয়। এমনও দর্শক রয়েছেন যারা সাতদিনে আটবার ছবিটা দেখেছেন। এমন অনেকে আছেন মোবাইলে দেখার পর আরও ভাল ভাবে দেখবেন বলে কম্পিউটারে দেখেছেন।’তার বিশ্বাস, ছবির ভিতর সততা থাকলে তাতে দর্শক স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেনই।
জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অরুণ মুখোপাধ্যায়কে নিয়ে গল্প বেঁধেছেন ইন্দ্রনীল। যেখানে ‘শহর’ নিজেই একটা চরিত্র।ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘ভালোবাসার শহর’ নির্দিষ্ট কোনো শহরের গল্প নয়। এটা আসলে পৃথিবীর যেকোনো শহরের গল্প। একটা শহরের প্রেম, তার সংকীর্ণতা, ধর্ম, বিদ্বেষ, মন কেমন সবই যেন একাকার হয়ে যায়। মাত্র তিরিশ মিনিটের ছবিটি নিয়ে উত্সাহী দর্শকদের একটা বড় অংশ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ