২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৯

কানাডায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

দাবানলের জন্য কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ১৪ বছরে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রাণহানি এড়াতে প্রায় সাত হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক সরকার বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্যোগ মোকাবেলার সব প্রস্তুতি নেয়া হয়েছে। খবর বিবিসির।

দাবানল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ঝড়ো বাতাস ও গরমের কারণে শত শত কিলোমিটার জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ১১:৫৬ পূর্বাহ্ণ