১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

বামনের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক:

যেকোনো চরিত্রকে বড়পর্দায় তুলে ধরতে কোনো চেষ্টা বাকি রাখেন না বলিউডের কিং শাহরুখ খান। অতীতে বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্র নিয়ে অনেক ধরনের পরীক্ষা করেছেন তিনি। চরিত্রের স্বার্থে কখনও মানসিক রোগী কখনও নিজেই নিজের পাগল ফ্যান হয়ে উঠেছেন। ছবিতে তার লুক নিয়ে তিনি এতটাই চিন্তা করেন যে তার এক ছবিতে দ্বৈত চরিত্র থাকলেও আপনি সহজেই স্ক্রিনে আলাদা করতে পারবেন সেই দুই চরিত্রকে। আপাতত তিনি তার পরের ছবির শুটিংয়ে ব্যস্ত। আর এ ছবিতে যে চরিত্রে দেখা যাবে তাকে সেই লুকে আগে কখনও দেখেনি তার ফ্যানেরা।আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে বামনের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। বাংলায় বামনদের নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ছোটদের ছবি’ তৈরি করা হলেও সে অর্থে হিন্দিতে বামনদের নিয়ে কোনো ছবি নেই। তবে শাহরুখের উচ্চতা কীভাবে কমাবেন পরিচালক? অবশ্যই ব্যবহার করা হবে উচ্চমানের ভিজুয়াল এফেক্ট। তবে শুধুই ভিএফএক্স (উচ্চমানের কম্পিউটার গ্রাফিক্স) নয়, যখনই যে জায়গায় শুটিং করছেন শাহরুখ, সেই জায়গায় ড্রিলিং করে তৈরি করা হচ্ছে একটা গর্ত। আর সেই গর্তের মধ্যে দাঁড়িয়ে শট দিচ্ছেন শাহরুখ। ফলে ক্যামেরায় এমনিতেই কমে যাচ্ছে তার উচ্চতা। হলিউডে এ প্রক্রিয়াতেই কাজ করে থাকেন পরিচালকেরা। তবে বলিউডে প্রথমবার এ উপায়ে চরিত্র চিত্রায়ন করতে চলেছেন কিং খান।

ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, এই ছবির হাত ধরেই আবারও অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে শাহরুখ-ক্যাটরিনা-আনুশকাকে। আপাতত জমিয়ে চলছে শুটিং। তার আগে অবশ্য মুক্তির অপেক্ষায় শাহরুখ আনুশকার ‘জব হ্যারি মেট সেজাল’। তবে দুটি ছবিতে তাদের রোমান্স একেবারেই আলাদা। পরিচালক আনন্দ এল রাইয়ের এই ছবির আরেক প্রাপ্তি যা ইতোমধ্যেই সবার জানা, তা হলো ছবিতে একটি গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে সালমান খানকে। এ গানটিতে ক্যামিও (অল্প সময়ের জন্য নাচবেন) করার জন্য কোনো পারিশ্রমিক নেননি সালমান। তাই কাছের বন্ধু সালমানকে ইতোমধ্যেই একটি দামি গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ খান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ১১:১৬ পূর্বাহ্ণ