স্পোর্টস ডেস্ক:
লর্ডস টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। আগের দিনের ৫ উইকেটে ৩৫৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জো রুটের দল। নিজেদের ইনিংসকে ৪৫৮ রানে নিতে পেরেছে স্বাগতিকরা। আগের দিনের ১৮৪ রান নিয়ে খেলতে নেমে জো রুট অবশ্য এদিন ফিরে যান দ্রুতই। ছোঁয়া হয়নি ডাবল সেঞ্চুরি। অধিনায়কত্বের অভিষেকে ১৯০ রান করেন তিনি। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২১৪ রান করতে হারিয়েছে ৫ উইকেট। ২৪৪ রানে পিছিয়ে তারা। তেম্বা বাভুমা ৪৮ ও কাগিসো রাবাদা ৯ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫৮
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬৮ ওভারে ২১৪/৫ (এলগার ৫৪, আমলা ২৯, বাভুমা ৪৮*, ডি ব্রুইন ৪৮, রাবাদা ৯*; অ্যান্ডারসন ১/২৭, ব্রড ২/২৭, উড ০/৩০, ডসন ০/৪৫, মইন /৩৫, স্টোকস ০/৪১)
দৈনিক দেশজনতা/এন এইচ