নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারি হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী দলগুলোকে কোনো কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। শুক্রবার রাতে ঠাকুরগাঁও পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রশাসন ঠাকুরগাঁওয়ে বিএনপির এ সদস্য সংগ্রহ অভিযানের মাইক বের করতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আসন্ন সংসদ নির্বাচন দেশ ও দেশের বাইরের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এজন্য সরকারকে বাধ্য করতে হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে। এসময় চালের দাম বাড়ার সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষ চাল কিনতে পারছে না। এ সরকার এখনো চাল আমদানি করার উদ্যোগ গ্রহণ করতে পারেনি। এটা দেশের জন্য অশনিসংকেত।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও হরিপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এমএইচ