২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৬

রোববার মঞ্চস্থ হবে দি জুবলী হোটেল’

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের ‘দি জুবলী হোটেল’। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। আরণ্যকের ৫৭তম প্রযোজনা ‘দি জুবলী হোটেল’। মফস্বল শহরের একটি চায়ের দোকানকে কেন্দ্র করে এর কাহিনী আবর্তিত হয়েছে।

গল্পে দেখা যায়, জুবলী হোটেলে শহরের নানা ধরনের মানুষ নিয়মিত আড্ডা দেয়। প্রবীণ নাট্য নির্দেশক হারু মণ্ডল দলবল নিয়ে এখানে নিয়মিত আসেন। উদ্দেশ্য ‘সুলতানা রাজিয়া’ নাটকের প্রস্তুতি। কিন্তু ২০ বছর ধরে এই প্রক্রিয়া চললেও নাটকটি মঞ্চে আসেনি। কারণ প্রধান চরিত্রের জন্য কোনো অভিনেত্রী পাওয়া যাচ্ছে না। একদিন শহরে আসে যাদুর দল ‘দি ঘোষ ম্যাজিক পার্টি’। সেই দলের নৃত্যশিল্পী হেমা মালিনীকে হারু মণ্ডলের মনে ধরে। হেমাই হতে পারে সুলতানা রাজিয়া। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ম্যাজিক পার্টির সঙ্গে নায়িকার চুক্তি।

‘দি জুবলী হোটেল’-এ অভিনয় করছেন মান্নান হীরা, তমালিকা কর্মকার, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, রুবলী চৌধুরী, মনির জামান, অপু মেহেদী, ইশতিয়াক হোসেন, রিয়া, রানু, রিমা, আমানুল হক হেলাল, পার্থ চ্যাটার্জী, কৌশিক সাহা, মাহফুজ মুন্না, নিকিতা নন্দিনী, সাঈদ সুমন, মরু ভাস্কর, তাজউদ্দিন তাজু, রেজওয়ান পারভেজ, কামরুল হাসান, ফিরোজ মামুন, জুবায়ের জাহিদ, শাহরান, শেখ জিয়াদুল হক, এস রানা, আল আমিন, সুজাত শিমুল, সাক্ষ্য শাহীদ ও আমিনুল হক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ১১:২১ পূর্বাহ্ণ