১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

আজ ঈদ উদ্দীপনা যেন ভিন্নমাত্রা নগরবাসী ছুটছে বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েকদিনে প্রায় ৬ লাখের মতো নগরবাসীর সমাগম হয়েছে এসব বিনোদন কেন্দ্রে। ঈদের পর প্রথম শুক্রবার হিসেবে আজ ঈদ উদ্দীপনা যেন ভিন্নমাত্রা পায় এসব স্থানে। তাই ঈদ পরবর্তী আনন্দ উপভোগে নগরবাসী ছুটছে বিনোদন কেন্দ্রগুলোতে।

ঈদ শেষ হয়েছে আজ চার দিন। এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া কর্মজীবীরা। গত কয়েকদিনে ঢাকায় ঈদ করা নগরবাসী বিনোদন কেন্দ্রগুলোতে উদ্দীপনায় মেতে ছিল। গত দুদিনে রাজধানীতে ফেরা মানুষগুলোও ছুটছে। ব্যস্ত নগরজীবনের এই অবসরে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় করেছে চিড়িয়াখানা ও শিশু পার্কে। এ ছাড়া জাতীয় জাদুঘর, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্কসহ সব বিনোদন কেন্দ্র উৎসব প্রিয় বাঙালির পদচারনায় মুখর রয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ আনন্দে সবচেয়ে বেশি সমাগম হয় ঢাকা চিড়িয়াখানায়। এটি দেশের সবচেয়ে বড় পশু-পাখির রাজ্য। চিড়িয়াখানার রেকর্ড থেকে জানা যায়, ঈদের দিন এখানে দর্শনার্থী ছিল ১ লাখ ৫৩ হাজারের বেশি। দ্বিতীয় দিন ছিল ১ লাখ ২৫ হাজার দর্শনার্থী। চিড়িয়াখানার কিউরেটর ধারণা করেন, আজ শুক্রবার ২ লাখ ছাড়িয়ে যেতে পারে সাধারণ দর্শনার্থীর সংখ্যা।

চিড়িয়াখানার পর জনস্রোত থাকে শিশু পার্কের দিকে। আগত দর্শনার্থীদের মতে, শিশু পার্ক রাজধানীর একেবারে মধ্যখানে অবস্থিত, যাতায়াতে সুবিধা, খরচও কম। তা ছাড়া পরিবারের আনন্দ উদযাপিত হয় শিশুদের ঘিরেই। তাই সহজেই নগরবাসী আসছেন ঈদ উপলক্ষে।

গত দুদিনে কিছুটা কম ছিল দর্শনার্থী, কিন্তু আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৫ হাজারের কাছাকাছি দর্শনার্থী এসেছে পার্কে। সারা দিনে এই সংখ্যা ৫০ হাজার অতিক্রম করতে পারে ধারণা করছেন এই কর্মকর্তা। তিনি আরো জানান, গত বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর হলি আর্টিজানে হামলার কারণে মানুষ কিছুটা ঘরমুখো ছিল। কিন্তু এ বছর মানুষের মধ্যে উচ্ছ্বাস ফিরে এসেছে। শিশু পার্কের পাশেই শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরেও দর্শনার্থীদের সমাগম চোখে পড়ার মতো।

শ্যামলীর শিশু মেলা এখন পরিচালিত হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে। কিন্তু শিশু কিশোরদের হৈ-হুল্লোড় গত বছরের তুলনায় একটুও কমেনি, বরং বেড়েছে। এখানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্যারাট্রুপার, ভাইকিং বোট, রেসিং বাইকসহ বেশ কয়েকটা রাইড।

পুরনো ঢাকার ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লায়ও উপচে পড়া ভিড়। বিশেষ করে আশপাশ এলাকার মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছেন। রমনা, সোহরাওয়ার্দীসহ রাজধানীর পার্কগুলোতেও ভিড় করছেন নগরবাসী।

ঢাকার অদূরে অবস্থিত থিমপার্কগুলোতেও এখন ঢাকাবাসীর পদচারণা তুঙ্গে। আধুনিক এসব বিনোদন কেন্দ্রেও ঢল নেমেছে দর্শনার্থীদের। ঈদের ছুটিতে অনেকেই ছুটে যাচ্ছেন সাভারের নন্দন পার্কে।

ফ্যান্টাসি কিংডমের পাশেই হেরিটেজ পার্ক। এখানে বেশি কিছু ঐতিহাসিক স্থাপনার রেপ্লিকা রয়েছে। তবুও নিদর্শনগুলো আগ্রহ নিয়ে দেখছেন দর্শনার্থীরা। অনেকেই আবার জায়ান্ট ফেরিস হুইল, পাইরেট শিপ, ড্রাই স্লাইড, কফি কাপ, ব্যাটারি কার, ফ্যামিলি ট্রেনসহ বিভিন্ন রাইডে চড়ছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ