১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

চুটিয়ে মজাও করে ঈদ কাটালেন নুসরাত

বিনোদন ডেস্ক:

রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন মুভির শুটিং শুরু সোমবার ঈদের দিন থেকে। ছবির নাম ‘বল দুজ্ঞা মাই কি’। এই ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে নুসরাত জাহানকে। কিন্তু ঈদ উপলক্ষে ছুটি নিয়েছেন ছবির নায়িকা নুসরাত।

ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, ঈদের দিন সুন্দর সাজে একটি ছবিও টুইট করেন টালিউডের এই সুন্দরী। পাশাপাশি তার ফেসবুক পেজে কয়েকজন বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেছেন নুসরাত। তিন বন্ধুর সঙ্গে হাতে খাবার প্লেট নিয়ে সেলফিও পোস্ট করেছেন তিনি। বোঝাই যাচ্ছে ঈদের দিন জমিয়ে খাওয়া-দাওয়ার সঙ্গে চুটিয়ে মজাও করেছেন নুসরাত। তার নতুন ছবির কাজ শুরু হয়েছে ঈদের দিন। এই দিন তার শুটিং এ আসার কথা ছিল। কিন্তু ঈদ তার কাছে একটা বড় উৎসব। তাই পরিচালককে বলে শিডিউল চেঞ্জ করান তিনি।
ঈদের দিন জমিয়ে আড্ডা দিয়ে, খাওয়া দাওয়া করে তারপর ছবির কাজে মন দেবেন বলেও জানিয়েছেন নুসরাত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ