২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০৮

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন আব্দুর রাজ্জাক

দৈনিক দেশজনতা ডেস্ক:

ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ গ্রামে ঈদ শেষে প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন আব্দুর রাজ্জাক। এসময় তার সঙ্গি ছিলেন স্ত্রী ইশরাত জাহান, দুই বছরের পুত্র আদিয়ান, বোন ও দুই ভাঙ্গি। তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। প্রাইভেট কারটির চাকা ফেটে খাদে পড়ে যায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর নিকটবর্তী হাসপাতে নেওয়া হয় রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে রাতেই সবাই গ্রামের বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় রাজ্জাকসহ সবাই কমবেশি আহত হয়েছেন।

রাজ্জাকের সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার খবরটি নিয়ে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। এই উইকেটকিপার ব্যাটসম্যান লিখেন, ‘খুলনা থেকে ফেররা পথে আমাদের প্রিয় রাজ্জাক ভাই দুর্ঘটনার শিকার হয়েছেন। সবাইকে আমি অনুরোধ করছি তার জন্য দোয়া করতে।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ