দৈনিক দেশজনতা ডেস্ক:
ব্যাংক আমানতে আবগারি শুল্ক ও নতুন ভ্যাট আইন নিয়ে আলোচিত সমালোচিত অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হবে বুধবার। শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী এক স্তরের ভ্যাট আইন-২০১২ ও আবগারি শুল্ক ইস্যুতে অনড় অবস্থান থেকে সরে আসতে পারেন অথর্মন্ত্রী।
সংসদে প্রায় এক মাসের বাজেট আলোচনায় ব্যাংক আমানতে বর্ধিত আবগারি শুল্ক নিয়ে সরকারি ও বিরোধী দলের এমপিদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী। একইসঙ্গে নতুন এক স্তরের ১৫ শতাংশ ভ্যাট আইন নিয়েও সরকারের প্রভাবশালী নেতাদের তিরস্কারের শিকার হন মুহিত।
এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তেক্ষেপে পরিস্থিতি সামাল দিচ্ছেন অথর্মন্ত্রী। প্রস্তাবিত বাজেট থেকে এ দুটি বিষয় সরিয়ে নিতে পারেন তিনি। এছাড়া সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ঘোষণা থেকেও পিছু হঠতে পারেন মুহিত।
এর আগে গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটকে জীবনের সর্বশ্রেষ্ঠ বাজেট ঘোষণা দেন তিনি।
আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা নয়টি বাজেট দেওয়ার অনন্য কৃতিত্বের অধিকারী অর্থমন্ত্রী এর আগে কোনো বাজেট দিয়ে এতো বেশি সমালোচিত হননি।
দৈনিক দেশজনতা/এন এইচ