নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকাশ্য দিবালোকে রঞ্জনা বেগম (২০) নামে এক নববধূকে অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় ওই নববধূর স্বামী শহিদুল মন্ডলকে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি মঙ্গলবার মধ্যরাতে স্থানীয় থানায় একটি মামলা করেন।
শহিদুল মন্ডল উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা গ্রামের বাবলু মন্ডলের ছেলে।
এর আগে বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলার কামারদহ ইউনিয়নের আঠারো মাইল এলকায় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, নববধূকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শহিদুল মন্ডল ১৫ দিন আগে রঞ্জনা বেগমকে বিয়ে করেন। সম্প্রতি রঞ্জনা অসুস্থ হন। চিকিৎসার জন্য রঞ্জনাকে নিয়ে অটোরিকশায় চড়ে স্থানীয় ফাঁসিতলা বাজারের দিকে আসছিলেন।
পথে ৬/৭ জনের একদল দুর্বৃত্ত সড়ক ব্যারিকেড দিয়ে গতিরোধ করে অটোরিকশা থেকে তাদের নামায়। এসময় তারা শহিদুলকে মারধর করে রঞ্জনা বেগমকে মোটরসাইকেলে নিয়ে চলে যায়। যাওয়ার সময় শহিদুলের কাছে থাকা ৭৭ হাজার টাকাও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
দৈনিক দেশজনতা/এন এইচ