১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

গোপালগঞ্জে পিকআপ উল্টে নিহত ১ আহত ৮ জন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে পিকআপ উল্টে দীলিপ সরকার (৫০) নামে এক শ্রমিক নিহত ও আট শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দীলিপ সরকার সদর উপজেলার সাতপাড় এলাকার মৃত বড়দা সরকারের ছেলে। আহত শ্রমিকদের বাড়ি একই এলাকায়।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, সকালে সাতপাড়া থেকে কয়েকজন শ্রমিক পিকআপে করে টেকেরহাট যাচ্ছিলেন। ভেন্নাবাড়ি গ্রামে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দীলিপ সরকার নিহত ও ৮ শ্রমিক গুরুতর আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ