১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

পতিতা পল্লীতে তিশা

বিনোদন ডেস্ক:

আদনান তার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট নিয়ে দৌলতদিয়ার পতিতা পল্লীতে আসে এক পতিতার জীবন কাহিনি জানার জন্য। এখানে এসে পরী নামের যে মেয়েটির সাথে তার দেখা হয় আদনান তার জীবন কাহিনি জানার জন্য উৎসুক হয়ে ওঠে। অনেক চেষ্টার পর পরী আদনানকে তার জীবন কাহিনী বলতে রাজি হয়।

পরীর প্রকৃত নাম সালমা। নদীর ওপারে সুন্দর আর শান্ত এক গ্রামের স্কুল শিক্ষক বাবার একমাত্র মেয়ে ছিল সে। হঠাৎ করেই পারিবারিক এক ঝড়ে জীবনের সবকিছু বদলে যায়। নানা জনের হাত ঘুরে সামান্য টাকার বেচাকেনায় সে বিক্রি হয়ে যায় পতিতা পল্লীতে। সালমা থেকে হয়ে যায় পরী। এরপর তার জীবনে আসে নানা চড়াই উত্রাই।

এমন গল্পে সাজানো হয়েছে নাটক ‘নিশিকুটুম’। নাটকে পরী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। মাছরাঙা টেলিভিশনে ঈদের ৭ম দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদ বিশেষ নাটক ‘নিশিকুটুম’। এছাড়াও নাটকে অভিনয় করেছেন ইরেশ জাকের প্রমুখ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৪:০০ অপরাহ্ণ