স্পোর্টস ডেস্ক:
স্টার স্পোর্টসের করা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে সেরা একাদশে জায়গা করে নেন রিয়াদ। আইসিসি ঘোষিত সেরা একাদশে জায়গা পাওয়া তামিম ইকবাল এতে উপেক্ষিত রইলেন।
চার ম্যাচে ১৩৭ রান করেছেন মাহমুদউল্লাহ। এরমেধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ১০৭ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। সাকিব আল হাসানের সঙ্গে চতুর্থ উইকেটে ২২৪ রানের অসাধারণ জুটি গড়ে বাংলাদেশকে দারুণ জয় এনে দিয়েছিলেন মাহমুদউল্লাহ।
স্টার স্পোর্টসের সেরা একাদশে বাংলাদেশের পাশাপাশি নিউজিল্যান্ড থেকেও একজন জায়গা করে নেন। দুই ফাইনালিস্ট ভারত ও পাকিস্তান এবং সেমিফাইনালিস্ট ইংল্যান্ড থেকে সমান তিনজন করে স্টার স্পোর্টসের সেরা একাদশে জায়গা করে নেন।
বিরাট কোহলি স্টার স্পোর্টসের সেরা একাদশে উপেক্ষিত রইলেন। তার জায়গায় স্থান করে নেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। গোল্ডেন বল এবং গোল্ডেন ব্যাট পুরস্কারজয়ী হাসান আলি ও শিখর ধাওয়ান অনুমিতভাবেই সেরা একাদশে জায়গা করে নেন। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলনায়ক সরফরাজ আহমেদ স্টার স্পোর্টসের করা দলের অধিনায়ক-উইকেটরক্ষক নির্বাচিত হন।
হাসান আলির পাশাপাশি পেসার হিসেবে সেরা একাদশে জায়গা পেয়েছেন জুনায়েদ খান ও জসপ্রিত বুমরাহ। স্পেশালিস্ট স্পিনার হিসেবে স্টার স্পোর্টসের একাদশে জায়গা করে নেন আদিল রশিদ। এছাড়াও রয়েছেন রোহিত শর্মা, এউইন মরগ্যান ও বেন স্টোকস।
স্টার স্পোর্টসের করা চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, এউইন মরগ্যান, বেন স্টোকস, মাহমুদউল্লাহ রিয়াদ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আদিল রশিদ, জুনায়েদ খান, হাসান আলি ও জসপ্রিত বুমরাহ।
দৈনিক দেশজনতা/এমএম