১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

ঈদে স্বর্ণের চেয়ে মেটাল, ইমিটেশনের গহনাতেই বেশি ঝোঁক

অনলাইন ডেস্ক:

ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে গহনা কিনছেন অনেকেই। নারীদের ঈদ কেনাকাটার তালিকায় রয়েছে বাহারি নানা গহনা। তবে স্বর্ণের চেয়ে মেটাল, ইমিটেশনের গহনার দিকেই ঝুঁকছেন তারা।

বাঙালি নারীর সাজে পূর্ণতা পায় গহনায়। তাই নিজেকে সাজাতে যারা পছন্দ করেন তাদের ঈদ কেনাকাটার তালিকা থেকে বাদ যাচ্ছে না পছন্দের পোশাকের সাথে মিল রেখে বাহারি গহনা।

ফুটপাত থেকে বড় শপিং মল, পছন্দের গহনা কিনতে রাজধানীর বিভিন্ন বিপণি-বিতানে ভিড় করছেন সব বয়সী নারীরা। সোনার ডিজাইনের গোল্ড প্লেট ও হীরার ডিজাইনের ডায়মন্ড কাটসহ বিভিন্ন মেটালের রকমারি গহনা এবার ঈদে বেশি চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বেচাকেনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ ফুটপাত ব্যবসায়ীদের।

উচ্চবিত্তদের ঈদ কেনাকাটার তালিকায় হীরা ও স্বর্ণের গহনা থাকলেও এবারে খুব একটা বেচাকেনা ভালো হচ্ছে না বলে জানালেন বিক্রেতারা। ঈদের আগে এই বেচাকেনা আরো জমজমাট হবে বলে আশা প্রকাশ বিক্রেতাদের।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৪:০২ অপরাহ্ণ