বিনোদন ডেস্ক:
পরপর দুই কিস্তির জনপ্রিয়তার রেশ ধরে নির্মিত হয়েছে ‘ব্রেকআপ ৩’। মো. মেহেদী হাসান জনি নাটকটি পরিচালনা করেছেন। অভিনয় করেছেন অপূর্ব, শখ, মৌসুমী হামিদ, কাজী উজ্জ্বল প্রমুখ। নির্মাতা বলেন, “আমার অনেক ভালোলাগার একটি কাজ এটি। ‘ব্রেকআপ ১’ নাটকটি প্রচার হওয়ার পর থেকে এত সাড়া পাচ্ছিলাম যে তা বলে বুঝাতে পারব না। দর্শকদের আগ্রহ ও ভালোবাসার কারণে পরপর দুইবার ‘ব্রেকআপ’-এর সিক্যুয়াল নির্মাণ করি। আশা করি এইবারও দর্শকরা নিরাশ হবেন না।”
‘ব্রেকআপ ৩’ এর গল্প প্রসঙ্গে জনি জানান, ক্ষোভ প্রকাশ করে প্রতিদিন একটা করে চিরকুট লিখে রাখে বর্ণ। সে নিজেই অনেক অপরাধবোধে ভুগে। একদিন বন্ধুর বুদ্ধি নিয়ে নতুন ফ্রেন্ড বানানোর সিদ্ধান্ত নেয়। আবারো চিরকুট লিখতে শুরু করে বর্ণ আর তা বেলুনে বেঁধে আকাশে ওড়ায়। কিছুদিন পর থেকে সেই চিঠির উত্তর আসতে থাকে বর্ণের ঠিকানায়। একজনের সঙ্গে বন্ধুত্ব হয়। বর্ণ একটা রেস্টুরেন্টে চাকরি করত, সেখানকার সহকর্মী স্মৃতি। যাকে ভালবাসত সে। এ গল্প নতুন বন্ধুকে শোনায়। গল্প নাটকীয় মোড় নেয়।
এটিএন বাংলায় বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে ‘ব্রেকআপ ৩’।
দৈনিকদেশজনতা/ আই সি