১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

রক গায়ক টম পেটির জীবনাবসান

বিনোদন ডেস্ক:

কিংবদন্তী মার্কিন গায়ক টম পেটি মারা গেছেন। সোমবার তিনি লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এক বিবৃতিতে ‘‌টম পেটি অ্যান্ড দ্য বার্ট ব্রেকার্স’র ম্যানেজার টোনি দিমিত্রিয়েদেস জানিয়েছেন, রোববার রাতে মালিবুর বাড়ি থেকে চেতনাহীন অবস্থায় টম পেটিকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি ইউসিএলএ স্যান্টা মনিকা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভেন্টিলেটরে থাকা অবস্থাতেই সোমবার তার মৃত্যু হয়। তিনি ‘‌টম পেটি অ্যান্ড দ্য হার্ট ব্রেকার্স’‌ ব্যান্ডের মুখ্য গায়ক হিসেবেই সব থেকে বেশি পরিচিতি পেয়েছেন। তবে তিনি ‘সুপারগ্রুপ,’‌ বব ডিলান, জর্জ হ্যারিসনের ‘‌ট্রাভেলিং উইলবালিজ,’ ‌এরও সক্রিয় সদস্য ছিলেন। প্রথম জীবনে তিনি নিজে ‘‌এপিক’‌ নামের একটি ব্যান্ড তৈরি করেন। পরে তার নাম পাল্টে ‘‌মাডক্রাচ’‌ রাখেন।

দীর্ঘ ক্যারিয়ারে শ্রোতাদের ‘‌আই নিড টু নো,’‌ ‘‌লিসন টু হার হার্ট’,‌ ‘‌ডোন্ট ডু মি লাইক দ্যাট,’‌ ‘‌হিয়ার কামস মাই গার্ল,’‌ ‘রেফিউজি’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তিনি ১৯৮৯ সলে নিজের একক অ্যালবাম ‘‌ফুল মুন ফিভার’‌ প্রকাশ করেন। তাতে ‘‌আই ওন্ট ব্যাক ডাউন,’‌ ‘‌ফ্রি ফলিং,’‌ ‘‌রানিং ডাউন এ ড্রিম’ এর মতো গানগুলি অসম্ভব জনপ্রিয়তা পায়।

১৯৯১ সালে ‘‌টম পেটি অ্যান্ড দ্য হার্ট ব্রেকার্স’‌ পুনর্গঠিত হয়। সে বছর তাদের ‘‌ইন্টু দ্য গ্রেট ওয়াইড ওপেন’‌ অ্যালবাম মুক্তি পায়। ১৯৯৬ সালে ‘‌ইউ ডোন্ট নো হাউ ইট ফিলস’‌ গানের জন্য গর‌্যামি পুরস্কার জেতেন টম পেটি।

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ