১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

আমিরাতে টি-টেন ক্রিকেট বিপ্লবে সাকিব

স্পোর্টস ডেস্ক:

টি-টুয়েন্টির আবির্ভাবের শুরুতে এই ফরম্যাট নিয়ে প্রশ্ন ছিল অনেক ক্রিকেট বোদ্ধার। তবে খুব দ্রুতই প্রতিষ্ঠা পেয়েছে তা। এমনকি ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়াতে যে টি-টুয়েন্টি বিশাল ভূমিকা রেখেছে তাতে নিশ্চয়ই কারো সন্দেহ নেই। একই সঙ্গে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা ২০ ওভারের খেলার আবির্ভারে পর একটু হলেও কি কমে যায় নি? এবার বুঝি টি-টুয়েন্টিকেও ছাপিয়ে যাওয়ার ফরম্যাট চলে এলো। ক্রিকেটে টি-টেন (টি-১০) ফরম্যাটের আবির্ভাব ঘটতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত নতুন এই ফরম্যাটের আয়োজন করবে। যে লিগটির পরিচিত পর্ব মঙ্গলবার হয়ে গেছে। তার মানে ১০ ওভারের ক্রিকেট ম্যাচ আসছে।

এই টি-টেন টুর্নামেন্ট ডিসেম্বরে মাঠে গড়াবে। যেখানে খেলবেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, মিসবাহ উল হক, ভারতের বিরেন্দর শেবাগ, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের ইয়ন মরগানরা। বাংলাদেশের মহাতারকা সাকিব আল হাসানও খেলবেন এই আসরটিতে, আন্তর্জাতিক মিডিয়া এমনটাই জানা যাচ্ছে। ১০ ওভার করে মোট ২০ ওভারের খেলাটি হবে ৯০ মিনিটের। ২১-২৪ ডিসেম্বর চার দলের এই আসর অনুষ্ঠিত হবে। এ মাসের শেষের দিকে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চারটি দল নির্বাচন করা হবে।

২০০৩ সালে টি-টুয়েন্টি ক্রিকেট প্রথম আত্মপ্রকাশ করেছিল। যার দুই বছর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টি-১০ লিগের প্রেসিডেন্ট সালমান ইকবাল আশাবাদী এই ফরম্যাটের আইডিয়াটাও কাজে দেবে খুব, ‘এ অঞ্চলের সবাই টি-১০ ক্রিকেট খেলে থাকে। এটি ক্রিকেটকে আরো বেশি ফুয়েল দেবে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে। দর্শকরা অবশ্যই এটি গ্রহণ করবে।’

টি-১০ লিগ নিয়ে কথা বলতে গিয়ে নিজের উত্তেজনা চেপে রাখতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বুম বুম আফ্রিদি, ‘আমি যখন আইডিয়াটা বলছিলাম তখন খুব শিহরিত ছিলাম এবং আমি অনুরোধ করেছিলাম যে আমি খেলতে চাই।’ আর ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক মরগান পুরো বিষয়টিকেই রোমাঞ্চকর মনে করেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহর বিশ্বাস, খেলোয়াড়দের জন্য এই ফরম্যাট বেশি সহজ হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ