২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৩০

মানিকগঞ্জে পুলিশ সদস্যের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া থানায় বোরহান উদ্দিন (৫৫ ) নামের এক পুলিশ সদস্য হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুধবার ভোরের দিকে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিনুর রহমান জানান, মঙ্গলবার রাতে তিনি দায়িত্ব পালন শেষে ভোরের দিকে ব্যারাকে যাওয়ার পথে বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পুলিশ কনস্টেবল বোরহান উদ্দিন সাটুরিয়া থানায় দেড় বছর আগে যোগদান করে। বুধবার দুপুরে জেলা পুলিশ লাইনে তার নামাজের জানাজা শেষে লাশটি গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৪:০৩ অপরাহ্ণ