২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৪

নায়কদের বাড়ে পারিশ্রমিক,বাড়ে না স্ট্যান্টম্যানদের

বিনোদন ডেস্ক:

যেকোন ছবিতে নায়কের দুর্দান্ত কিছু অ্যাকশন— উঁচু বিল্ডিং থেকে লাফ, কাঁচের দেওয়াল ভেঙে ফেলা, মোটরসাইকেল নিয়ে গুণ্ডাকে ধাওয়া, এসব দৃশ্য পর্দায় দর্শক দেখেন নায়ক করছেন। কিন্তু বাস্তবে এসব করে থাকেন একজন স্যান্টম্যান। নায়কের বাহাদুরি দেখে দর্শকরা হাততালি দেয়। দুর্দান্ত অ্যাকশনের কারণে ছবি সুপারহিট হলে নায়ক তার পারিশ্রমিক বাড়িয়ে দেন। কিন্তু বাড়ে না স্যান্টম্যানদের পারিশ্রমিক। এবার এসব স্যান্টম্যানদের সম্মান জানিয়ে ফেসবুকে লিখলেন ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা। স্যাটাসটির সাথে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে তার সাথে বেশ কয়েকজন স্যান্টম্যানসহ ফাইট ডিরেক্টর আরমানকে দেখা যায়। অমিতাভ তার স্ট্যাটাসে বহুল চর্বিত বাণিজ্যিক ও শিল্পমান সম্পন্ন সিনেমার বিষয়টি উল্লেখ করেন। তিনি লিখেন, ‘Fdc এর stantman। গত কয়েক দশক যাবৎ তারা নিরলস পরিশ্রম আর মানবেতর পারিশ্রমিকে তারা কাজ করে যাচ্ছে বাংলা সিনেমার বিনোদনের জন্য, আগুনে ঝাপ দাওয়া থেকে শুরু করে কাঁচ ভাঁঙ্গা পর্যন্ত কোনো কিছুতেই তাদের না নেই। তারা জানে না কোনটা শিল্পিত সিনেমা কোনটা বাণিজ্যিক, তারা শুধু বলে, ‘we love light and shadow’= the cine মা।’

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ৪:৫৯ অপরাহ্ণ